গুম হওয়া ৭৬ ব্যক্তির তালিকার ১০ জনকে খুঁজে পাওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে দেয়া গুম হওয়া ৭৬ ব্যক্তির তালিকার ১০ জনকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের নিয়োগ করা কিছু লবিষ্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে।
চলতি মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট। তার সফরের ১৪ দিন পর গুম বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের দেয়া ৭৬ জন গুমের তালিকায় ২৮ জন দাগী আসামী রয়েছেন। এছাড়া, ১১ জনের পরিবার কোনো তথ্য দিতে রাজি নয়।
তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের নিয়োগ করা কিছু লবিষ্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে।
কিছু সুশীল ব্যক্তি আওয়ামী বিরোধী শক্তিকে ক্ষমতায় আনতে কাজ করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি দাবি করেন, মিশেল বাচেলেত ঢাকা সফরের সময় গুম ব্যক্তিদের জন্য কোনো বিশেষ সংস্থা গঠনের দাবি জানাননি। এক্ষেত্রে একটি মেকানিজমের কথা বলেছেন বলে জানান শাহরিয়ার আলম।