গুমের প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপি’র

- আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। দিবসটিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠন ‘মায়ের ডাক’ এর ব্যানারে বিভিন্ন সময় গুম হওয়া ব্যাক্তিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে স্বজনদের সন্ধান চান। প্রেসক্লাবের হলরুমে আলাদা আলোচনা সভায় দৈনিক আমার দেশের নির্বাসিত সম্পাদক মাহমুদুর রহমান জাতিসংঘের তত্ত্বাবধানে গুমের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
চট্টগ্রামে কাজির দেউরিতে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রতিটি গুমের ঘটনায় আন্তর্জাতিক মানের তদন্তের দাবি জানান নেতারা। বলেন, ক্ষমতায় টিকে থাকতে গুমের পাশাপাশি বিচারবহির্ভুত হত্যাকাণ্ডে মেতে আছে সরকার।
সট: ডা. শাহাদাৎ হোসেন, আহবায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি
আন্তর্জাতিক গুম দিবসে বরিশাল জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। নগরীর অশিনী কুমার হলের সামনের সমাবেশে ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের সন্ধান দাবী করেন বক্তারা। অংশ নিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ফিরোজ খান কালুর স্ত্রী। তুলে ধরেন তার স্বামীর গুম হওয়ার পরবর্তী জীবন যাত্রা।
পুলিশী বাধায় স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র মানববন্ধন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। গুম-খুনের বিচার দাবি করেন ব্ক্তারা।
গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। বিএনপির উদ্যেগে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের খুঁজে বের করার আহবান জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। সংক্ষিপ্ত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নিয়ে নেতাদের দিক নির্দেশনা দেয়া হয়।
অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবিতে নেত্রকোণায়
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের মানববন্ধন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে রংপুর নগরীতে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, গুম খুন বন্ধে সরকারের পতন ঘটানো জরুরি হয়ে পড়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সাতক্ষীরার তালায় বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।