স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিন পর সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ছয়দিন পর আবারও এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
জানা গেছে, খালেদা জিয়াকে ভর্তি করে সেসব পরীক্ষা করার সকল প্রস্তুতি হাসপাতালে নেয়া হয়েছে। গত ২২ আগস্ট খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা। সেই থেকে বিরতি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।