দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

- আপডেট সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মুল্য, পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরে বিক্ষোভ কর্মসূচি করে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলার বেল্টু মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে, সমাবেশে বিএনপি নেতাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম চিলমারী উপজেলা বিএনপি। পরে, দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরীনসহ স্থানীয় নেতারা।
দুপুরে সাভার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ হয়। পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।