সঠিক তথ্য ছাড়াই কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন আয়োজন করে ইনার হুইল ক্লাব। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এ বিষয়ে বিএনপি সব সময় মিথ্যা বলে আসছিল। সম্প্রতি ঢাকা সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

























