সরকারের পতন ঘটানো বিএনপির দিবা স্বপ্ন : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সরকারের পতন ঘটানো বিএনপির দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, ভয়ংকর দুঃশাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার পূনরুদ্ধারের আন্দোলনে প্রেরণা যোগায় কাজী নজরুল। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবসে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
জাতীয় কবির প্রয়াণ দিবসে তাঁর সমাধিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, কবি নজরুল শুধু সমকারের নয়, তিনি সর্বকালের প্রাসঙ্গিক।
সরকারের পতন ঘটানো নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় কবিকে স্মরণ করে তিনি বলেন, অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে নিজেদের উজ্জীবিত করে তাঁর লেখনি ও গান।
এর আগে দিবসটি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, নজরুল ইনিস্টিটিউট, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতীয় কবিকে নিয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন বিশিষ্টজনেরা।
এছাড়া কবির প্রয়াণ দিবসে পরিবারের সদস্যরাসহ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।