আ’লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুরু থেকেই সরকার এই সংকটকে রাজনৈতিক স্বার্থ হাসিলের ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে।
দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার নয়, এটি বৈশ্বিক সংকট। কিন্তু, বন্ধুহীন সরকার রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথভাবে উদ্বুদ্ধ করতে পারেনি। তিনি বলেন, কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পাতানো খেলার অপকৌশল হিসেবে নয়, প্রত্যাবাসন প্রক্রিয়াটি জাতিসংঘের মধ্যস্থতায় বাস্তবায়িত হতে হবে।