নির্দিষ্ট সময়ে ফার্মেসি বন্ধ রাখার এখতিয়ার সিটি করপোরেশনের নয় : স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ওষুধের দোকান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি। ২৪ ঘণ্টা খোলা রাখায় কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্দিষ্ট সময়ে ফার্মেসি বন্ধ রাখার এখতিয়ার সিটি করপোরেশনের নয় বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত মিটিং শেষে একথা বলেন মন্ত্রী।
সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, নগরীর সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালে সংযুক্ত দোকান রাত দু’টায় বন্ধ করতে হবে। এক সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর উল্লেখ করে জারি করা গণবিজ্ঞপ্তি নিয়ে সমালোচনার ঝড় উঠে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গণবিজ্ঞপ্তির ব্যাপারে মন্ত্রনালয় কিছুই জানে না।
সিটি করপোরেশনের আওতায় স্কুলগুলোতে শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা প্রাপ্তি সাপেক্ষে সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
করেনা নিয়ন্ত্রনে বাংলাদেশ এশিয়ায় প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বলেও জানান, জাহিদ মালেক।