বিদেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের কর্মসুচি শুরু হলে চালের দাম আরো কমবে বলে জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এদিকে, রাশিয়াতে ওষুধ রপ্তানির চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করছে সরকার। এমন বাস্তবতায় সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, রাশিয়া-ইউক্রেন থেকে খাদ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো বাধা নেই।
খাদ্যমন্ত্রী দাবি করেন, দেশে খাদ্য সংকট নেই। চালের দামও কমতে শুরু করেছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কম পেলে যে কোন দেশ থেকেই জ্বালানি আমদানি করা হবে।
তিনি বলেন, যুদ্ধের কারণে রাশিয়ায় ওষুধের চাহিদা বাড়ছে। দেশটিতে বাংলাদেশি ওষুধ রপ্তানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আপাতত রাশিয়ার সঙ্গে ডলারেই মুল্য পরিশোধের কথা জানান সালমান এফ রহমান।