যারা নিরপেক্ষ নির্বাচন চায় না, তারাই ইভিএম ভয় পায় : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০২:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না, তারাই ইভিএমকে ভয় পায়। আর ২১ আগস্টের নেপথ্যের খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রয়াত আইভি রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তৎকালীন মহিলা লীগের সভাপতি এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার স্মৃতিচারণ করে তিনি বলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন আইভি রহমান।
নির্বাচন কমিশনের ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।
পরে আইভি রহমানের পরিবারের পক্ষে শ্রদ্ধা জানান ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২১ আগস্ট আহত মায়ের সুচিকিৎসায় নিজের অক্ষমতার জন্য আক্ষেপ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হামলার কুশিলবদের বিচারের দাবি জানান।
দিনটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল।