জ্বালানি তেল, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জ্বালানি তেল, পরিবহণ ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে
বিএনপি। এদিক দুটি রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই জায়গায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসময় জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধিও প্রতিবাদ জানানো হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে নেত্রকোণা পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।
একই সময় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী অফিসার। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
ফেনীর পরশুরামেও দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন । পরশুরাম নির্বাহী কর্মকর্তা জানান, সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
সকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ স্থানীয় নেতারা। সমাবেশে সরকার পতনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে ২ বিএনপি নেতা নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি।