জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে কে-এল রাহুলের দল।
হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও কেএল রাহুল দারুন শুরু এনে দেয় সফরকারীদের। দুজনের ওপেনিং জুটিতে আসে ৬৩ রান। তবে পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন শুভহাম গিল ও ইশান কিষাণ। দু’জনের ১৪০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ইশান কিষাণ ৫০ করে ফিরে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন শুভহাম গিল। জবাবে ব্যাট করতে নেমে হাসান রাজার দুর্দান্ত সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। ৯৫ বলে ১১৫ রান করেন রাজা। এছাড়া শন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৪৫ রান। ভারতের হয়ে ৩টি উইকেট নেন আভেশ খান।