জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু’দিন : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

- আপডেট সময় : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জ্বালানি সাশ্রয়ে অফিসের সময়সীমা কমিয়ে নতুন সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক বন্ধ দু’দিন ঘোষণা করেছে সরকার। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে বিকেল ৩টা, আর ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। সেচ সুবিধার জন্য গ্রামে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভাচুর্য়ালি এবং সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে মন্ত্রী ও সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে, ব্রিফিংয়ে জ্বালানি সাশ্রয়ে সরকারে নেয়া নতুন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহের সময়ও জানান তিনি।
নতুন এই সময়সূচী বুধবার থেকে কার্যকর হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।