২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি-জামাত দেশে জঙ্গিবাদ আনে বললেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রান হয়ে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মকে কাজে লাগিয়ে আরো দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে দেশকে।
সাভার লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশিক্ষণে তিন বিজয়ীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সনদ ও পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করায় আত্মনিয়োগ করে। কিন্তু, ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে জঙ্গিবাদের দিকে নিয়ে যায় দেশ।
জনকল্যাণে নিবেদিত প্রান হয়ে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান।
কৃষি খাতের উন্নয়নে শিল্পাঞ্চল গড়ে তোলার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে অর্থনীতিতে উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।