পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত আলাপের দায়ভার দল ও সরকার নেবে না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও দলের কেন্দ্রীয় কমিটিতে নেই। তার ব্যক্তিগত আলাপের দায়ভার দল ও সরকার নেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব দল তাকে দেয়নি। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনরায় নিয়েই আগামীতেও আওয়ামী লীগ সরকার পরিচালনা করবে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সঙ্গে আলাপ চলছে বলেও জানান তিনি।