এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুরে প্রথম দিনের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় পুরো দল।
গুঞ্জন উঁড়িয়ে দিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর নেতৃত্বেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। সঙ্গী ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও রঙ্গনা হেরাথ। মাঠে উপস্থিত থাকলেও অনুশীলন করেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে, বাকিরা ফিটনেস চেক আপ ও রানিং সেশনের পর নেট সেশন করেছেন। অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। ফলে শঙ্কায় তার এশিয়া কাপে খেলা। এদিকে, ছোট ফরম্যাটে বিবর্ণ হলেও এশিয়া কাপ ও আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।