গুম-খুন নিয়ে বিএনপি’র অভিযোগ প্রতিফলিত জাতিসংঘ মানবাধিকার কমিশনারের বক্তব্যে : ফখরুল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
 - / ১৬২৩ বার পড়া হয়েছে
 
জাতিসংঘের মানবাধিকার কমিশনারের বক্তব্যে গুম-খুন নিয়ে বিএনপি’র অভিযোগের সত্যতা প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ আওয়ামী লীগের শাসনামলে গুম শব্দের সঙ্গে পরিচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চা শ্রমিকদের দাবি ন্যায্য বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের বক্তব্যে বিএনপি’র অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাসের ভাষায় কথা বলে আওয়ামী লীগ।
তাদের সাথে সংলাপের পরিবেশ নাই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
																			
																		














