সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চক্রের সাথে জড়িত : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চক্রের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধিতে মানুষের দুরাবস্থা নিয়ে তামাশা করছে সরকার। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার বিশ্ববাজারের অজুহাত দেখিয়ে জ্বালানির দাম বাড়ালেও বাস্তব চিত্র উল্টো।বৈদিশিক রিজার্ভ কমে যাওয়ায় কৌশল হিসেবে দাম বাড়িয়েছে বলে জানান তিনি।
দ্রব্যমূল্যোর বেপরোয়া দামে মানুষ যখন অতিষ্ঠ, তখন আবারো বিদ্যুত গ্যাস ও ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে,আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপির সমর্থনদানের কথা বলেন মির্জা ফখরুল।