খুনিদের বাঁচাতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিনেও বিএনপি হরতাল দিয়েছিলো : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খুনিদের বাঁচাতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিনেও বিএনপি হরতাল দিয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনিদের আশ্রয়দাতারা এখন মানবাধিকারের সবক দিতে চায় বলে তাদের সমালোচনা করেন তিনি।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকার রক্ষায় বিএনপি এখন ব্যস্ত রয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। ঘাতকেরা দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো বলে উল্লেখ করেন তিনি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দলের নেতাকর্মীরা নিষ্ক্রিয় ছিলেন। তখন অনেক নেতাকেই ফোন করে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।