সমঝোতা ছাড়াই শেষ শ্রম অধিদফতর ও চা শ্রমিকদের বৈঠক : ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি চলবে
- আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
দিনব্যাপী চা-শ্রমিক ও শ্রম অধিদফতরের বৈঠকে কোন সমঝোতা হয়নি। এতে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।সংকট নিরসনে শ্রীমঙ্গলের শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিক নেতাদের নিয়ে সকালে বৈঠকে বসেন মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকার দাবিতে গত শনিবার থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে সারা দেশের চা শ্রমিকরা। গত দু’দিন বিরতি দিয়ে আজ থেকে আবারো ধর্মঘটে ফিরেছেন হবিগঞ্জের ২৪টিসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। এদিকে..শ্রমিকদের কর্মবিরতিতে ভরা মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চা কারখানাগুলো। ফ্যাক্টরি বন্ধ থাকায় হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। শ্রমিক নেতারা জানান, ২০২১ সালের জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও পার হয়ে গেছে ১৯ মাস। ১২০ টাকা থেকে বাড়িয়ে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি থাকলেও চা মালিক সমিতি মাত্র ১৪ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাব দেয়।
















