রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলে রেখেছে সরকার : ফখরুলের

- আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিও জানান তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের আমলে গুম, খুন, মামলা ও হামলার চিত্র তুলে ধরে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
জাতিসংঘের তত্ত্বাবধানে কমিটি গঠন করে দেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব।
সরকারকে সহসাই ক্ষমতাচ্যুত করতে আন্দোলন জোরদারের ওপর তাগিদ দেন বিএনপির র্শীষ এই নেতা।
এসময় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি।