পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ফারজানা নামে এক গৃহবধূকে শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয় বিচার শালিশ হয়। গতকাল বিচার শালিশ হয়। সকালে আবারো তাদের মধ্যে ঝগড়া শুরু হলে স্ত্রীকে শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে আহত করে স্বামী রুবেল। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।