কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এভাবে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার হৃদয় কর্মকার ও তার ছোট ভাই বিজয় কর্মকার। স্থানীয়রা জানায়, হৃদয় ও বিজয় দুই ভাই খাদ্য গুদামের সামনে তাদের দোকানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্টিলের পাইপে করে জাতীয় পতাকা টাঙাতে যায়। এ সময় দোকান ঘরের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজয়। পরে বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।




















