বঙ্গবন্ধুর সামনের দিকে এগিয়ে যাওয়ার পেছনে বঙ্গমাতা নিজেকে উৎসর্গ করেছিলেন : মতিয়া চৌধুরী

- আপডেট সময় : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সামনের দিকে এগিয়ে যাওয়ার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব নিজেকে উৎসর্গ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। আর উপদেষ্টা পরিষদের সদস্য ড. মির্জা আব্দুল জলিল বলেছেন, বঙ্গমাতার রাজনৈতিক প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলো বঙ্গবন্ধুর স্বাধীনতা আন্দোলনে। রাজধানীতে বঙ্গমাতার জন্মদিনের আলোচনায় এসব কথা বলেন তারা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটি।
এতে রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামে বঙ্গমাতার ভুমিকার কথা তুলে ধরেন দলের শীর্ষ নেতারা।
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ডে খুনিদের সঙ্গে জিয়াউর রহমানও জড়িত ছিলেন।
পলাতক খুনিদের দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।