আগামী মাসে বিদ্যুতের লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো কমলে দেশেও কিছুটা কমিয়ে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এজন্য জনগণকে আরো দুই মাস ধৈর্য ধরার আহবান জানান তিনি। রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা : অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। আগামী মাসের শেষ দিকে দেশে বিদ্যুতের লোডশেডিং থাকবে না বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
“বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি” নিয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ-এফইআরবি।
এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, দেশে যে গ্যাস আছে তা উত্তোলন করলে কোনো ঘাটতি থাকবে না । তাই গ্যাস উত্তোলন দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান তারা।
জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন ও পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, সমস্যা সমাধানে গুরুত্ব সহকারে তেল- গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়া হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎপ্রতিমন্ত্রী বলেন, বিশ্বে পরিস্থিতির কারণে দেশ জ্বালানী সংকটে। তবে তা মোকাবিলায় সরকারের চেষ্টার কোনও কমতি নেই।
এসময় আগামী মাসে বিদ্যুতের লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চ্যালেঞ্জের সময় দীর্ঘমেয়াদি আলোচনা না করতে জ্বালানী বিশেষজ্ঞদের প্রতি আহবান জানান নসরুল হামিদ।