দলীয় নেতাকর্মীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেয়ার আহবান কাদেরের

- আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কথাবার্তায়, আচার-আচরণে প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। আর বিএনপিকে উদ্দেশ্য করে দলটির সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগস্ট মাস গেলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনাভাইরাস আর রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি চাপে রয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,এ পরিস্থিতিতে ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়।
বিএনপিকে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস না করার বিষয়ে আবারও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে নৈরাজ্যের পথ ছেড়ে দেয়ার আহবান জানান জাহাঙ্গীর কবির নানক।
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে যুবলীগের পক্ষ থেকে খাবার বিতরণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।