পনের আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে এ বছরই কমিশন : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
পনের আগস্টের হত্যাকান্ডে জড়িত নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠনের রূপরেখা তৈরি হয়েছে। চলতি বছরই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক কর্মশালা শেষে এ সব কথা বলেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামীদের ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সবই করছে বলেও জানান আইনমন্ত্রী।
মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট। ঘাতক চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই হত্যাকান্ডের সব কুশীলবদের খুঁজে বের করতে এখনো কাজ করছে সরকার।
আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের জড়িতদের খুঁজে বের করতে চলতি বছরই কমিশন গঠন করা হবে।
তিনি বলেন, কাউকে দোষারোপের জন্য কমিশন গঠন নয়, শুধুমাত্র সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট বলে জানান আনিসুল হক।