রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার, সংরক্ষণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

- আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দীর্ঘ তিন মাস ১৭ দিন বন্ধ থাকার পর ১৭ আগস্ট মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার, সংরক্ষণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ অলস সময় কাটানোর পর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জেলেদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।
মাছের সুষ্ঠু প্রজনন বংশবৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষায় গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়ায় গত ২৮ জুলাই নিষেধাজ্ঞার সময় ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। বর্তমানে হ্রদে পানি বাড়ছে ধীরে ধীরে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ আগস্ট থেকে মৎস আহরণ শুরু হচ্ছে। তবে কাপ্তাই হ্রদের মাছ শিকারে এবার নতুন নিয়ম করা হয়েছে। জালের দৈর্ঘ্য-প্রস্থ ও ছিদ্র কতটুকু রাখা যাবে, তা নির্ধারণ করা হয়েছে। এতে পোনা মাছ রক্ষা পাবে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় ২২ হাজার জেলে।