পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পরিকল্পিতভাবে সরকার দেশকে ধ্বংস করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সামনে এক সমাবেশে তিনি এ অভিযোগ ক জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত আবদুর রহিম এবং নূরে আলমের হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে সম্মলিত পেশাজীবী পরিষদ।
এসময় মির্জা ফখরুল বলেন, সরকার নতুন করে আবার জোরেসরে পায়তারা শুরু করেছে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে। জোর দিয়ে বলছে ইভিএম এ নির্বাচন করবে। তিনি বলেন, জালিয়াতি করে ক্ষমতায় যেতে ইভিএম চায় সরকার। কারণ আওয়ামী লীগ জানে জালিয়াতি ছাড়া ক্ষমতায় যাওয়া যাবেনা। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ ব্যাংক খালি করে বাহাদুরি করে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে নিজেরাই এখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ চাচ্ছে। এসময় জনগণের আন্দোলন সুনামিতে পরিণত করে সরকার ক্ষমতা থেকে সরানো হবে বলেও জানান তিনি।
জ্বালানি তেলে দামবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে গেলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতারা। সমাবেশে বক্তারা তেল, ডাল ও জ্বালানিসহ সব নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি প্রতিবাদ করেন এবং ভয়াবহ লোডশেডিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান।