সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় সীমান্তে এক জেলে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় সীমান্তের কালিন্দী নদীতে মাছ ধরার সময় ফজলু গাজী নামের এক জেলে নিখোঁজ হয়। তিনদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার বিকেলে কালিন্দী নদীতে বাতাসে ফজলু’র নৌকা দড়ি ছিঁড়ে ভেসে যায়। নৌকা ধরতে তিনি পানিতে ঝাঁপ দেন। সীমান্তের নদী হওয়ায় কেউ তাকে সাহায্য করতে পানিতে নামেননি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, সকালে কালিন্দী নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নৌকাটি উদ্ধার করে ফেরত দিয়েছে।