আওয়ামী লীগ সরকার সচেতন ভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সরকার সচেতন ভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।
সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, দুনীতি-লুটপাট করে আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে দেশকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে। সে খতিয়ান অর্থনীতিবিদদের কাছে আছে বলেও তথ্য দেন তিনি। কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জ বাবদ টাকা পরিশোধের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গ্যাস উত্তলনের নিয়েও শুরু হয়েছে বাটপারী। গ্যাস আমদানি ও বিদ্যুৎতের নামে অর্থ পাচার করে অর্থনীতিকে ধ্বংস করছে বর্তমান সরকার। পাবলিক বিশ্ব বিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের নামে অবাধে লুটপাট চলছে বলেও অভিযোগ জানান বিএনপি মহাসচিব। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।