দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গল টেস্টে জয় পেয়েছে শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা।
শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৪২০ রান। হাতে ছিল ৯ উইকেট। ইমাম-উল-হক ৪৬ ও বাবর আজম ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ৩ রান করেই ফিরে যান ইমাম। এরপর ৩৭ রানে ফিরে যান রিজওয়ানও। তবে এক পাশ আগলে রেখে ড্রয়ের আশা জাগায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৮১ করে বাবর আউট হলে স্বপ্ন ভাঙ্গে পাকিস্তানের। বাকিদের যাওয়া আসার মিছিলে ২৬১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এর আগে ৫০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান। এ জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো শ্রীলঙ্কা।