অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির তুলনায় বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম : তাজুল ইসলাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ এশিয়ার মধ্যে সফল বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা শহরের চারপাশে পরিকল্পিত বাজার স্থাপন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতসহ অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির তুলনায় বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম। এ ফসলতা সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি আরো বলেন, ঢাকার বাইরে থেকে পণ্য সরবরাহের জন্য নগীরর চারপাশে পাইকারি বাজার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। অপরিকল্পিতভাবে বাজার প্রতিষ্ঠিত হওয়ায় যানজটসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এজন্য নির্দিষ্ট স্থানে পাইকারি ও খুচরা বাজার বসানোর কাজ চলছে বলে জানান তাজুল ইসলাম।