রাজশাহী রেলস্টেশনের ৩০ লাখ টাকার এলইডি ডিসপ্লে বোর্ডে পাখির বাসা
- আপডেট সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজশাহী রেলস্টেশনে ঠিকাদারের আবদারে লাগানো হয়েছে ৩০লাখ টাকার এলইডি ডিসপ্লে বোর্ড। কিন্তু, কোনো কাজে না আসায় সেগুলোতে এখন বাসা বেঁধেছে পাখি। ফলে যাত্রীরা পড়ছেন বিড়ম্বনায়। কর্তৃপক্ষ বলছে, তাদের চাহিদা না থাকলেও একরকম জোর করেই এগুলো টাঙিয়েছে ঠিকাদার।
রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রতিদিনই ওঠা-নামা করেন কয়েক হাজার যাত্রী। বিশেষ করে স্টেশনে দাঁড়ানো অবস্থায় আন্তঃনগর ট্রেনগুলোর বগির অবস্থান জানতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। কারণ, দীর্ঘ প্লাটফর্ম জুড়েই টাঙানো এলইডি ডিসপ্লে বোর্ডগুলো অকেজো।
বগি ইনডিকেশন বোর্ডগুলো চালু না থাকায় বেশি বিড়ম্বনায় পড়তে হয় বৃদ্ধ ও নারীদের।
অনুসন্ধানে জানা যায়, রেলওয়ে কর্তৃপক্ষের চাহিদা ছাড়াই ঠিকাদারের অনুরোধে ২০১৯ সালে স্টেশনজুড়ে ১১০টি এলইডি ডিসপ্লে বোর্ড টাঙানোর নির্দেশ দেন পশ্চিমাঞ্চল রেলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা। তিনি বদলী হয়ে যাওয়া পরে আর ফাইল প্রসেস হয়নি। তাই বিলও হয়নি।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, ঠিকাদার কোনো অর্ডার ছাড়াই কীভাবে এগুলো সরবরাহ করেছে তা জানা নেই।
দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় এলইডি ডিসপ্লে বোর্ডে বাসা বেঁধেছে পাখি। আর বেশির ভাগ বোর্ডে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।