২০২৪ সালে একটি বিশ্বমানের টুর্নামেন্ট উপহার দেয়ার আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
২০২৪ সালে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজক হবে বাংলাদেশ। মঙ্গলবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফলে এটি হবে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে, ২০১৪ সালে এই ফরম্যাটের বিশ্ব আসরের আয়োজন করেছিলো বাংলাদেশ। ২০২৪ সালে একটি বিশ্বমানের টুর্নামেন্ট উপহার দেয়ার আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আইসিসির সভায় ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত নারী বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হয়। যেখান তিনটি আসর অনুষ্ঠিত হবে এশিয়াতে। শুধু ২০২৬ সালের টুর্নামেন্টটি আয়োজন করবে ইংল্যান্ড। ২০২৫ সালে আয়োজক হবে ভারত। আর ২০২৭ সালের আইসিসি টি-টুয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব থাকবে শ্রীলঙ্কার কাঁধে।