নেতৃত্ব নির্বাচন কমিশনের হাতে থাকলেও শক্তি রয়েছে বিভিন্ন বাহিনীর কাছে : সিইসি

- আপডেট সময় : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নেতৃত্ব নির্বাচন কমিশনের হাতে থাকলেও মূল শক্তিটা নেই। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর হাতে শক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংলাপে এ কথা বলেন তিনি। নির্বাচনকালে সরকার ইসিকে সহযোগিতা না করলে ভোট প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন সিইসি।
আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসির সাথে চলমান রাজনৈতিক দলগুলোর সংলাপে এখন পর্যন্ত ২৫টি দল অংশ নিলেও উপস্থিত হয়নি ৮টি।রোববার সংলাপের সপ্তম দিনে মুসলিম লীগ ও ওয়ার্কার্স পার্টি অংশ নেয়।
ইভিএম ব্যবস্থা বাতিল, নির্বাচনে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানোসহ অনেকগুলো প্রস্তাবনা তুলে ধরে, দুই দল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি’র ক্ষমতা অসীম নয়।
নির্বাচনকালীন সরকার ইসিকে সহযোগিতা না করলে ভোট প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন সিইসি।
নির্বাচন নিয়ে বিদেশি চাপ এলে, রাজনৈতিক দলগুলো মোকাবেলা করবে বলে মন্তব্য করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।