কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বন্ধ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্প তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্যে ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখারও নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, কক্সবাজারে সাংবাদিককে গালি দেয়া টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বৈঠকে আইন ও বিচার বিভাগসহ ৫টি মন্ত্রণালয়ের কয়েকটি আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।
এসময় ব্যয় সাশ্রয়ে উৎপাদন বাড়ানোসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথাও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালাজ করায় কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।