সমঝোতা নয় সরকার পতনের আন্দোলনে যাবে বিএনপি : নোমান

- আপডেট সময় : ০৭:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
সমঝোতা নয়, বিএনপি– সরকার পতনের আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এদিকে, হঠাৎ প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে, সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতারা।
বিএনপিকে প্রধানমন্ত্রীর দেওয়া চায়ের দাওয়াত নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা করে তারেক রহমান ঐক্য পরিষদ। এতে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটকারী সরকারের পতন ছাড়া চলমান সংকট দূর হবে না।
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলেও জানান, এই বিএনপি নেতা।