হঠাৎ করে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক : বিএনপি নেতারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
হঠাৎ করে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক। এতে নতুন কোন ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন বিএনপি নেতারা।। জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গুম-খুনকে রাষ্ট্র পরিচালনার অংশ করে ফেলেছে সরকার। জনগণের টাকা লুটপাট করছে তারা। জনগণের আদালতে একদিন সব হরি লুটের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে হবে।সমাবেশে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ফেরাতে হবে। নিশি রাতের ভোট আর হতে দেয়া হবে না। জনগনের ভোটাধিকার ফেরাতে লড়াই চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলেও জানান রিজভী আহমেদ।