নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেয়ার খবরটি নিরেট মিথ্যা : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেয়ার খবরটি নিরেট মিথ্যা বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর বসুন্ধরা এলাকায় উত্তরা ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যুত ব্যবহারে প্রধানমন্ত্রী মানুষকে সাশ্রয়ী হতে বলেছেন। এ বিষয়েও অপপ্রচার রটাচ্ছে স্বার্থন্বেষী মহল। চতুর্থ শিল্প বিপ্লবের প্রসার ও বাস্তবায়নে কারিগরী শিক্ষা ও শিক্ষার্থীদের সমানভাবে গুরুত্ব দেয়া উচিত বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।