বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে- আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরিনাথপুরের গরুর হাট ময়দান এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন ইউএনও বকুল চন্দ্র কবিরাজ।
দলীয় সূত্র জানিয়েছে, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত। সেখানকার আওয়ামী লীগের এক অংশের নেতৃত্ব দিচ্ছেন হরিনাথপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং হিজলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ খান। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান সিকদার। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















