শ্রীলংকায় নয়, গুঞ্জন সত্যি করে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
শ্রীলংকায় নয়, গুঞ্জন সত্যি করে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এ তথ্য জানিয়েছেন।
এবারের আসর শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পর এই কথা জানান গাঙ্গুলী। বলেন, বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আরব আমিরাতে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। চলতি বছরই মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তাই এবারের এশিয়া কাপও হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এই টুর্নামেন্ট। এশিয়ান শ্রেষ্ঠত্বের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেবার বাংলাদেশকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতে রোহিত শর্মার দল। এর আগে ২০১৬ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

























