সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিহীন আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলেও বৃষ্টির দেখা নেই।
অনাবৃষ্টি, তাপদাহে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। মাঠে পানি না থাকায় বন্ধ আমন মৌসুমের চাষাবাদ। জেলা সূত্রগুলো জানায়, গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ভরা বর্ষাকালেও জমিতে পানি না থাকায় বাধাগ্রস্ত হালচাষ। এদিকে.. লোডশেডিংয়ের বিষয়ে বিতরণ সংস্থা বা কোম্পানিগুলো সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে এসএমএস’ র মাধ্যমে অবহিত করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলাম সাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, দুটি এসএমএস ’র মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের অবহিত করতে হবে।




















