ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আকতার মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতরাতে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দা-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে হাসপাতালে নেয়া হয়। রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।























