নিয়ন্ত্রণ নয়, তথ্যের নিরাপত্তার জন্য উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নিয়ন্ত্রণ নয়, তথ্যের নিরাপত্তার জন্য উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর একটি হোটেলে আলোচনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। তবে, ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে প্রশাসনিক নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে বলে মনে করেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় উপাত্ত সুরক্ষা আইন করতে যাচ্ছে সরকার। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে আইনটির নানা দিক নিয়ে পরামর্শ সভা করা হয়।
সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, মতপ্রকাশে এই আইন বাধা হবে না। সবার জন্য মঙ্গল বয়ে আনবে।
এর মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত হবে বলে দাবি করেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান।
বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে এই আইন প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহবান জানান এ বিশ্লেষক।