২৮ জুলাই বার্মিংহামে পর্দা উঠবে ২২তম কমনওয়েলথ গেমসের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহামে পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের ২২তম আসরের। ৯ আগস্ট থেকে তুর্কিএ শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসর।
বার্মিংহামের উদ্দেশ্যে ২০ জুলাই থেকে পর্যায়ক্রমে ঢাকা ছাড়বে খেলোয়াড়, কোচ ও স্টাফ। ৫০ সদস্যের একটি দল প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের হয়ে।অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, ভারত্তোলন, কুস্তি ও টেবিল টেনিস– এই সাত ইভেন্টে লড়বে বাংলাদেশ। আসরে শুটিং ও আর্চ্যারি না থাকায় পদক জয়ের সম্ভাবনা কম। তারপরও ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ইসলামিক সলিডারিটি গেমসে ১১ ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। এদিকে, কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত্তোলক মাবিয়া আক্তার এবং ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন ফেন্সার ফাতেমা মুজিব।