বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৬ হাজার গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ড. তুহিন ওয়াদুদ

- আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় ৩৬ হাজার গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ।
রংপুরবাসীর দাবীর মুখে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’। প্রতিষ্ঠার ১৪ বছর পর গাছ-গাছালী সজ্জিত এক অনন্য উদ্যানে পরিণত হয়েছে ক্যাম্পাস। বাংলা বিভাগের অধ্যাপক ড. ওয়াদুদুর রহমান তুহিন নিজে এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় প্রায় ৩ শতাধিক প্রজাতির ৩৬ হাজার গাছ রোপণ করেছেন।
বিরল প্রজাতি এসব গাছের মধ্যে রয়েছে আগর, ইটোরিয়া, উদাল, কইনার, কুন্তী, কুসুম, কাইজেলিয়া, কাজু বাদাম, কানাই ডিংগা, চাপালিতা, চালমুগড়া, তেলসুর, পালাম, মনিমালতা, সুলতান চাপা, অশোক, হিজলসহ আরও অনেক গাছ। এসব গাছ-গাছালির কারণে একসময়ের উষর ভূমি এখন মনোরম সবুজের সমারোহে ঘেরা। বছর জুড়ে গাছে গাছে ফুল ফুটে আলোকিত করে ক্যাম্পাস। বিভিন্ন গাছে বাসা বেধেছে নানা রঙের পাখি। দিনব্যাপী বিভিন্ন প্রজাতির পাখির কল-কাকলীতে প্রাণবন্ত থাকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।