যে-কোনো সময় বাংলাদেশেও জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটবে : রুহুল কবির রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
যে-কোনো সময় বাংলাদেশেও জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, আওয়ামী লীগ মরণঘাতী ভাইরাস, যা গোটা রাষ্ট্র ও সমাজকে ধ্বংস করছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতির ভয়ে সরকার কর্মসূচি গ্রহণ করছে বলেই যুবদল নেতা বদিউজ্জামান ধনীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যুবদল নেতা ধনীর হত্যার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।





















