সারাদেশে আজ থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু
- আপডেট সময় : ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আজ থেকে রাজধানীসহ সারাদেশে লবণযুক্ত চামড়া কিনবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন। এদিকে, দেশের সবচেয়ে বড় ও পুরনো কাঁচা চামড়ার বাজার- পোস্তার বেশিরভাগ আড়তেই এখনো সুনসান নীরবতা। আশানুরূপ চামড়া কিনতে না পেরে হতাশ আড়তদাররা।
দেশের ১৫৪টি ট্যানারি বৃহস্পতিবার থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবে ট্যানার্স এসোসিয়েশন। এ বছর এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও, ভেড়া ও ছাগলের ৫ থেকে ৬ লাখ চামড়া নষ্ট হয়ে গেছে বলে জানান তারা।
তিনি জানান, মান বিবেচনায় দেশের ট্যানারিগুলোর আন্তর্জাতিক সনদ না থাকায় কাঙ্খিত দামে চামড়া রপ্তানি করতে পারছে না। সরকারি সহয়তা পেলে কমপক্ষে ২৫/৩০ টি ট্যানারির এলডব্লিইউজি সনদ পাওয়া সম্ভব।
এদিকে, দেশের বড় কাঁচা চামড়ার বাজার পোস্তায় আড়ত আছে ১১০টি। এর বেশিরভাগই এখন ফাঁকা। আশানুরূপ চামড়া কিনতে না পেরে হতাশ আড়তদাররা।
মৌসুমী ব্যবসায়ী কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায়, হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশন। ভবিষ্যতে চামড়ার বাজার রক্ষায় সরকারকে আরও যত্নশীল হওয়ার আহবান জানান, সংশ্লিষ্টরা।





















