ভাল নেই নেত্রকোনার পাট চাষীরা
- আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ভাল নেই নেত্রকোনার পাট চাষীরা। এবারের বন্যায় পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে নিমজ্জিত থাকা পাট কাটতে পারছে না কৃষক। তবে ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি মন্ত্রণালয় থেকে ধানের বীজ, সারসহ অন্যান্য সুবিধাদি প্রদান করার কথা বললেন কৃষি কর্মকর্তা।
সোনালী আঁশ পাট আবাদ বৃদ্ধির লক্ষে কৃষকদের উদ্বুদ্ধকরনসহ নানাভাবে কাজ করছে সরকার। এরই লক্ষে জেলা পর্যায়ে প্রতিবছর পাটের আবাদ বাড়ছে। নেত্রকোনায় এ বছর পাটের ভাল ফলন হয়েছিল। লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিল কৃষক। কিন্তু বন্যায় সেই স্বপ্ন ম্লান হয়ে গেছে কৃষকদের। যখন পাট কাটার সময়, ঠিক তখনই বন্যার পানিতে পাট তলিয়ে যায়। কাটতে না পেরে নষ্ট হতে চলেছে সোনালী আঁশ।
পাট গাছ পানির নিচে থাকায় গোড়ায় পঁচন ধরেছে। এতে লাল হয়ে গেছে পাটের পাতা। গোড়ায় আঁশ পঁচে গিয়ে কমে যাচ্ছে গুণগত মান। নষ্ট হয়ে যাচ্ছে পাটকাঠি। একদিকে বন্যা অন্যদিকে ফসলের মারাত্মক ক্ষতি, ফলে দিশেহারা কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি মন্ত্রণালয় থেকে রোপা আমনের বীজ ধান, সারসহ বিভিন্ন জাতের সবজি বীজ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি অফিস।
এ বছর জেলায় পাটের আবাদ হয় ৪ হাজার ৯২৫ হেক্টর জমিতে। এর মধ্যে ২শ’ ২৬ হেক্টর বন্যার পানিতে ডুবে রয়েছে। সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১শ’ ১৩ হেক্টর জমির পাট।





















